close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চট্টগ্রামে এতিমখানার রান্নাঘর থেকে মাছ-মাংস চুরি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকার একটি এতিমখানায় রান্নাঘরের টিন কেটে মাছ-মাংস চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় এ ঘটনা ঘটে।..

চুরির ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, রাতের আঁধারে চোরেরা রান্নাঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস নিয়ে যায়। এতে এতিমখানার শিশুদের খাদ্যাভ্যাসে ব্যাঘাত ঘটেছে।

মাদরাসার পরিচালক জানান, প্রতিষ্ঠানটিতে ১১০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক ও একজন বাবুর্চি রয়েছেন। তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে সবাই ঘুমিয়ে গেলে রান্নাঘরের টিন কেটে ফ্রিজ থেকে মাছ-মাংস চুরি করে নিয়ে যায়। প্রায় ৩০ হাজার টাকার খাবার ছিল সেখানে।”
তিনি আরও জানান, এর আগেও টিন চুরির একটি ঘটনা ঘটেছিল। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে এখন সমস্যায় পড়তে হচ্ছে বলে তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Tidak ada komentar yang ditemukan