পরিদর্শন শেষে দুপুর ১:৩০ মিনিটে চমেক হাসপাতালের ক্যান্টিনে স. ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার উন্নয়ন এবং কালুরঘাট সেতুতে রেল দুর্ঘটনায় আহত সিএনজি চালক তৌহিদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন তথ্যভিত্তিক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি রেল দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে আগামী সোমবার ১৬মে, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রেলওয়ে চট্টগ্রামের জিএম-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর আলোকপাত করেন। বক্তারা আরও বলেন যে, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে তারা চট্টগ্রামের চলমান সংকট নিরসনের দাবিতে এগিয়ে যাবেন।
আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট আবুল হাসেম, কামরুল ইসলাম, আবুল মনসুর, নুরুল হুদা চৌধুরী, বিপ্লব বিজয়, আসিফ ইকবাল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ কায়সার, ইয়াহিয়া খান, মোহাম্মদ নূর এবং সবুজ আচার্য্য।