close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চরপার্বতী ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী ও সম্মেলন করেন -ইসলামী আন্দোলন ..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী  প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ চরপার্বতী ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন সম্মেলন আজ শনিবার (০৫ এপ্রিল ২০২৫) চৌধুরীহাট হাইস্কুল সড়কে (পান বাজার) অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা আলমগীর কবির।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব এম এস হারুন। তিনি বলেন, "স্বৈরশাসকের পতনের পর নতুন বাংলাদেশ গঠনে মতবিরোধ ও পার্থক্য ভুলে সবাইকে ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী রাষ্ট্র সংস্কারে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহ-সভাপতি মাওলানা মোতালেব হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল মামুন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ ফেনী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী, উপজেলা দায়িত্বশীল মুফতী নিজামুদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আবদুল লতীফ, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমরান হোসাইন, দাগনভূঁইয়া সদর ইউনিয়ন সভাপতি মাওলানা মাহবুবুল আলম এবং চরহাজারী ইউনিয়নের সেক্রেটারি মুফতী সাইফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা হানিফ আনসারী, বিএনপি নেতা জনাব কবির হোসাইন, মাওলানা মাঈন উদ্দিন, মুফতী সৈয়দ আহমেদ, মুফতী জহিরুল ইসলাম দিদার ও মুফতী জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সম্মেলনের শেষ পর্যায়ে চরপার্বতী ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাওলানা মাঈন উদ্দিন এবং সেক্রেটারি হিসেবে পুনরায় মনোনীত হন মাওলানা আলমগীর কবির।

 

Ingen kommentarer fundet