close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চৌদ্দগ্রামে ডেঙ্গুজ্বরে মাদ্রাসা ছাত্র ও শিবির নেতার মৃত্যু: শোকের ছায়া

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কুমিল্লা, ১৮ জানুয়ারি: কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃস্থানীয় সদস্য হাফেজ ইখতিয়ার উদ
কুমিল্লা, ১৮ জানুয়ারি: কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃস্থানীয় সদস্য হাফেজ ইখতিয়ার উদ্দিন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাফেজ ইখতিয়ার উদ্দিন উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা মাস্টার কামাল উদ্দিনের ছেলে। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সক্রিয় সদস্য ছিলেন। নিহতের বড় ভাই বোরহান মজুমদার জানান, ইখতিয়ার উদ্দিন গত তিন-চার দিন ধরে ডেঙ্গুজ্বরে ভুগছিলেন। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক কবরস্থানে বাদ আছর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। ইখতিয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি। তিনি বলেন, "ইখতিয়ার শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত।" এই শোকাবহ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং তার পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছে বিভিন্ন মহল।
Walang nakitang komento


News Card Generator