close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চমকপ্রদ খবর: নেইমারের চোটের মধ্যেও মিনিটে আয় ৩০ কোটি টাকা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফুটবল বিশ্বে চমক লাগানো ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো নেইমারের চোট সত্ত্বেও আয় করা রেকর্ড পরিমাণ টাকা! ২০২৩ সালের গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে সৌদি
ফুটবল বিশ্বে চমক লাগানো ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো নেইমারের চোট সত্ত্বেও আয় করা রেকর্ড পরিমাণ টাকা! ২০২৩ সালের গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শুরুতে নানা আশার কথা শোনা গেলেও চোটের জন্য তাঁর ক্যারিয়ারে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। ১৮ মাসে মাত্র ৭টি ম্যাচ খেলা নেইমার, অথচ চুক্তির পুরো টাকা পকেটে পুরেছেন। গত ২০২৪ সালে আল হিলালের হয়ে খেলেছেন মোট ৪২ মিনিট, আর এই ৪২ মিনিটের জন্য আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো! যা মিনিটপ্রতি প্রায় ২৪ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা! এমনকি এক সেকেন্ডের জন্য নেইমারের আয় দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ টাকা। চোটের কারণে এই সময়টাতে নেইমারের পক্ষে আর কোনো বড় ম্যাচ খেলা সম্ভব হয়নি, তবুও ক্লাব কর্তৃপক্ষ তাঁকে পুরো চুক্তির টাকাই পরিশোধ করেছে। বর্তমানে নেইমার এসিএল চোটে ভুগছেন, এবং শোনা যাচ্ছে, আল হিলাল তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় না। যদি তা হয়, তাহলে আসন্ন মৌসুমে নেইমারকে নতুন ক্লাবে দেখতে পাওয়া যেতে পারে। তবে একের পর এক চোটে পড়া নেইমারকে কোন ক্লাব কিনবে, সেটি এখন পুরো ফুটবল বিশ্বে এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন অপেক্ষা, নেইমারের পরবর্তী ঠিকানা কোথায় হবে!
Không có bình luận nào được tìm thấy


News Card Generator