close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চকরিয়ায় যুবককে গু'লি করে হ'ত্যা, তদন্ত শুরু করেছে পুলিশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর আজমনগরে মোহাম্মদ সুহায়েত (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।..

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর স্কুলের সামনে সড়কের পাশে একা দাঁড়িয়ে ছিলেন সুহায়েত। হঠাৎ একটি অটোরিকশা এসে থামে এবং সেখান থেকে একজন বেরিয়ে  তাকে কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত সুহায়েত বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আজিজ। 

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় চকরিয়া থানা পুলিশ। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।”

এদিকে হত্যার পেছনে কোনো পুরোনো বিরোধ, চাঁদাবাজি, রাজনৈতিক সংঘর্ষ বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা রয়েছে কিনা—তা নিয়েও তদন্ত করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Walang nakitang komento