close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চকরিয়ার আদালতে সাবেক এমপি বাইট্টা জাফর, ১৮ দিনের রিমান্ড মঞ্জুর।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সাংসদ জাফর আলমকে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়।

আজ বুধবার(১৮ জুন) সকাল ৯ টার পর জেলা পুলিশের প্রিজন ভ্যানে যৌথবাহিনির উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে নেওয়া হয়।

তাকে নিন্ম আদালতে আজ তোলা হবে বলে আগে থেকেই আদালত চত্বর ও আশপাশের অন্তত অর্ধ কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যৌথবাহিনীর পক্ষ থেকে।

জানা যায়, বিগত ৫ আগষ্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যােন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। সেসব মামলার শুনানি করা হয় আজ।

এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানী শেষে ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চারদিন ও সর্বনিম্ন ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি ও পেকুয়া থানার ২টি মামলা রয়েছে।

আদালতের শুনানি চলাকালে জাফর আলমের পক্ষে শুনানি করেন অসংখ্য আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষে তথা জাফর আলমের বিপক্ষে শুনানিতে অংশ নেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন।















कोई टिप्पणी नहीं मिली


News Card Generator