পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনরত বাবু রূপায়ন দেবকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
সরকারি বিধি অনুযায়ী সম্প্রতি এই পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়। নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে তিনি চকরিয়া উপজেলার রাজস্ব ও ভূমি সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন।
রূপায়ন দেব এর আগে লামা উপজেলায় নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন জনসাধারণ ও প্রশাসনের কাছে। তাঁর এই পদায়নকে স্বাগত জানিয়ে অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
জনসেবায় তাঁর পেশাদারিত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক দক্ষতা চকরিয়ায়ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয়রা।