close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চ্যাম্পিয়নস ট্রফির সফর শেষ, মিরপুরে ট্রফি দেখে বাড়লো টাইগারদের স্বপ্ন!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহম
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহমান মিঠুর মতো ক্রিকেট সংগঠকরা এই মর্যাদাপূর্ণ ট্রফি দেখার সুযোগ পেয়েছিলেন। যদিও ট্রফির শোভা দেখে তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছিল—কবে হাতে আসবে এই চ্যাম্পিয়নস ট্রফি? মনের উত্তর নিজেদের মধ্যেই রেখে, আশার কথা শুনিয়েছেন বিসিবি কর্মকর্তারা। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজও একই স্বপ্ন লালন করেন। তবে ট্রফি অর্জন যে সহজ নয়, সেটি বেশ ভালোভাবেই জানেন সবাই। তবুও এই বিশ্ব ট্রফি সামনে দেখে নতুন করে আশা জাগিয়ে তোলে ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটারদের মনে। ট্রফি প্রদর্শন ও পাঁচ দিনের সফর চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ ভ্রমণ শুরু হয়েছিল গেল ৯ ডিসেম্বর। প্রথমে ট্রফিটি নেওয়া হয়েছিল কক্সবাজারের সমুদ্র সৈকতে। ১১ ডিসেম্বর লাবনী পয়েন্টে উৎসাহী দর্শনার্থীদের জন্য ফটোসেশন আয়োজন করা হয়। এরপর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে ১২ ডিসেম্বর দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যেখানে ক্রিকেটপ্রেমীরা আনন্দের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছিলেন। সফরের শেষ দিনে গতকাল ট্রফি প্রদর্শনের স্থান ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। বিসিবির উদ্যোগে এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তা, সংগঠক, গণমাধ্যমকর্মীসহ অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটার। সদ্য এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার কালাম সিদ্দিকী উপস্থিত হয়ে ভবিষ্যতে এই ট্রফি জয় করার প্রত্যাশা ব্যক্ত করেন। ক্রিকেটারদের অনুপস্থিতি: তবে জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এনসিএল নিয়ে ব্যস্ত থাকায় পুরুষ দলের কেউই ট্রফি দেখতে আসতে পারেননি। নারী দলের কোনো খেলা না থাকলেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী সফর: বাংলাদেশ সফর শেষে ট্রফির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে এটি যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারতের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে ট্রফির ভ্রমণ শেষ হবে। ভবিষ্যৎ চ্যাম্পিয়নস ট্রফি: ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ হয়নি এবং ভারত পাকিস্তানে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাছাড়া ৫০ ওভারের এই চ্যাম্পিয়নশিপ ২০ ওভারে নেমে আসার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে ট্রফির এই ভ্রমণ বাংলাদেশসহ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনে দিচ্ছে। টাইগার ভক্তরা সেই দিনের অপেক্ষায়, যেদিন এই ট্রফি তাদের হাতেই উঠবে। চমকপ্রদ হেডলাইন ও আশাব্যঞ্জক কন্টেন্ট দিয়ে নিউজটি আপনাকে উপস্থাপন করলাম। আশা করছি, এটি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।
Geen reacties gevonden