close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে পোল্ট্রি দোকানে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর চিরিরবন্দরে বাজার মনিটরিং করার সময় পোল্ট্রি ব্রয়লার মুরগির দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।..

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা। 

এ বাজার মনিটরিংয়ের ঘটনাটি ২২ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার রানীরবন্দরের নশরতপুর ইউনিয়নের সুইহারীবাজারে ঘটেছে। এসময় রুবেল ইসলাম ও জবেদুল ইসলাম ওরফে মিশার পোল্ট্রি বয়লার মুরগির দোকানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে জবেদুল ইসলাম ওরফে মিশা দোকানে না থাকার কারণে তার দোকানের কর্মচারী মনজের আলীর ছেলে জহুরুল ইসলামকে ২৪(১) ধারায় ১৫ হাজার ও রুবেল ইসলামকে ৫ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজার মনিটরিং ব্যবস্থা চলমান থাকবে। এসময় পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator