close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চিওড়া আছগরিয়া ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি মনোনীত হয়েছেন কাজী ফখরুল আলম..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

চিওড়া আছগরিয়া ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন  বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব কাজী ফখরুল আলম। শিক্ষা উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় দীর্ঘদিনের অবদান রাখায় তাঁর এ মনোনয়নকে স্থানীয় শিক্ষাপ্রেমী মহল স্বাগত জানিয়েছে।

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেল এক শুভেচ্ছা বার্তায় বলেন, “জনাব কাজি ফখরুল আলম শিক্ষাক্ষেত্রে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তাঁর নেতৃত্বে চিওড়া আছগরিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের পথে আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।”

শুভেচ্ছা বার্তায় তিনি কাজি ফখরুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্বপালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

Inga kommentarer hittades