close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
					বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুপক্ষের যুক্তিতর্ক শুনে এই সিদ্ধান্ত প্রদান করেন। জামিনের আবেদনকে বাতিল করার পর, চিন্ময় কৃষ্ণ দাসের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে শঙ্কা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং এই মামলার ভবিষ্যৎ আইনগত প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				لم يتم العثور على تعليقات
							
		
				
			


















