close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
চীনের কিংহাই প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার বিকাল ৩টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। চীন আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল মাদোই কাউন্টি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৪ কিলোমিটার গভীরে।
কিংহাই-তিব্বতীয় মালভূমি মঙ্গলবার থেকেই ক্রমাগত ভূমিকম্পে কাঁপছে। এর আগে, তিব্বতের হিমালয়ের পাদদেশে ৬ দশমিক ৮ মাত্রার এবং সিচুয়ান প্রদেশে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়।
এই অঞ্চলে ভূমিকম্প নতুন নয়। গত পাঁচ বছরে ৩ বা তার বেশি মাত্রার ১০২টি ভূমিকম্প হয়েছে। ২০২১ সালে এখানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প ছিল সর্বোচ্চ।
স্থানীয় প্রশাসন এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেনি। সূত্র: রয়টার্স
Không có bình luận nào được tìm thấy



















