close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চিকিৎসার জন্য ইতালি পৌঁছানোর একদিন পরই মারা গেলেন ফেনীর সোহাগ ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইতালির রাজধানী রোমে পৌঁছানোর একদিন পরই মারা গেছেন ফেনীর পরশুরাম পৌর এলাকার যুবক সোহাগ দেওয়ান (৩২)। শ্বাসনালির ক্যান্সারের জন্য চিকিৎসার উদ্দেশ্যে সম্প্রতি ইতালি গিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও এ..

সোহাগ দেওয়ান পরশুরাম পৌর এলাকার মীরু দেওয়ানের ছোট ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, রোমে পৌঁছার পরপরই তিনি বড় ভাই বাবলু দেওয়ানের সঙ্গে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার শ্বাসনালির ১৫ শতাংশ ক্যান্সারে আক্রান্ত হলেও ওষুধে সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসা শেষে ভাইয়ের বাসায় ফেরার পর সোমবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে  মারা যান তিনি।

সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, “চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার আশা নিয়ে ইতালি গিয়েছিল আমার ছেলে। কিন্তু ভাগ্যের পরিহাস—সেখানে গিয়েই লাশ হলো সে।” তিনি আরও জানান, বড় ছেলে বাবলু দেওয়ান মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করছেন।

বড় বোন আয়েশা আক্তার জানান, ইতালিতে চিকিৎসার পাশাপাশি কাজের সুযোগ পাওয়াটাও ছিল সোহাগের স্বপ্ন। এ জন্য তিনি বৈধ পথে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পন্সর ভিসার আবেদন করেন। গত ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) অনুমোদিত হয়। এরপর ২৮ জুলাই হাতে পান ইতালির ভিসা। দেশে আত্মীয়-স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে ১৬ আগস্ট ঢাকা থেকে বিমানে রওনা দেন এবং ১৭ আগস্ট বিকেলে রোমে পৌঁছান।

স্বপ্নের দেশে গিয়েও মাত্র একদিনের মাথায় জীবনের ইতি টানলেন ফেনীর সোহাগ।

कोई टिप्पणी नहीं मिली