খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার সিআর-৩৪৮/২৫ নং চেক ডিজ-অনার মামলায় বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন বোচাগঞ্জ থানার এসআই মোঃ মহুবার রহমান, এসআই মোঃ আনিসুর রহমান, এএসআই মোঃ আলমগীর সরকার ও এএসআই শংকর চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ দল অভিযুক্ত শিক্ষক অজিত চন্দ্র রায়ের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে ২৮ জানুয়ারি বুধবার সকালে তাকে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















