close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
চবি শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ বন্যার্তদের সহায়তা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।
জানা গেছে, পলাশ তার সহপাঠীদের নিয়ে নোয়াখালীর সেনবাগের বন্যার্তদের সহায়তার উদ্দেশ্যে বের হন। পথে চট্টগ্রামের মিরসরায়ে তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে পলাশের দুই পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত লাগে। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয় তাকে।
অন্য সহপাঠীরা চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরলেও পলাশের অবস্থা অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে ৩ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘ নয়দিন জীবন-মৃত্যুর মধ্যে লড়াই করার পর শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন পলাশ।
ফাহিম আহমেদ পলাশ চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরে। মেডিকেলের কার্যক্রম শেষে তার দাফন সেখানে করা হবে বলে জানা গেছে।
No comments found