close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি : সমাজকল্যাণ উপদেষ্টা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Social Welfare Advisor Sharmin S. Murshid stated that the youth of '24, who changed the course of the nation, are the successors of the '71 martyrs and must be remembered for building an equ..

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪-এ দেশের মোড় ঘুরিয়ে দেওয়া তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি; তাদের আত্মদানকে সাম্যের সমাজ বিনির্মাণে বারবার স্মরণ করতে হবে।

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি, যারা ২৪-এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে।

'গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঐতিহাসিক তুলনা করেন। সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ এবং চব্বিশের তরুণরা। সাম্য হলো একটি আদর্শ, এবং গণতন্ত্রকে একটি কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বারবার আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে।

তিনি শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে বলেন, তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে। আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সকল অসঙ্গতি দূর করার জন্য সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ সমাজের সবার সহযোগিতা প্রয়োজন।

শারমীন এস মুরশিদ সাংবাদিকদের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক, তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনির মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকেও কঠোর নজর রাখার আহ্বান জানান তিনি। উপদেষ্টার এই মন্তব্য দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ সমাজের ভূমিকা এবং গণমাধ্যমের গুরুত্বকে নতুন করে তুলে ধরল।

Nenhum comentário encontrado


News Card Generator