close

লাইক দিন পয়েন্ট জিতুন!

“ছাত্রদলকেই হতে হবে জাতির আলোর দিশারি”—আসলাম চৌধুরী

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
****

মোহাম্মদ জামশেদ আলম
সীতাকুণ্ড প্রতিনিধি

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে “তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনার ও প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয় ২৭ জুন শুক্রবার ভোর ৬টায়, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরীর ফৌজদারহাটস্থ নিজ বাসভবনের প্রাঙ্গণে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী বাবলু এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক শওকত আলী।

প্রধান অতিথির বক্তব্য:

প্রধান অতিথি আসলাম চৌধুরী বলেন, "দেশ বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটময় সময়ে রাষ্ট্রের প্রতিটি স্তরে ছাত্রসমাজকে আলোর উৎস হয়ে উঠতে হবে। যেমন সকালের সূর্য্য পৃথিবীকে আলোকিত করে, তেমনি ছাত্রদলকেও জাতিকে নতুন আলোর পথ দেখাতে হবে।"

তিনি আরও বলেন, "ছাত্ররাজনীতি মানেই শুধু মিছিল বা স্লোগান নয়—এখন সময় এসেছে মেধা, নৈতিকতা ও দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্র গঠনে অবদান রাখার। অবহেলিত প্রতিভাবানদের খুঁজে বের করে তাদের রাষ্ট্রীয় কাঠামোতে যুক্ত করতে হবে। কারণ তারুণ্যই পারে নতুন ভবিষ্যতের পথ রচনা করতে।"

তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ:

সেমিনারে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল কর্মীরা তাদের নিজস্ব মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তৃতা প্রদান করেন:

১ নম্বর ওয়ার্ড থেকে তুহিন, ২ নম্বর ওয়ার্ড থেকে রুবাইয়্যাত জাহাঙ্গীর, ৩ নম্বর ওয়ার্ড থেকে ইমাম উদ্দিন সৌরভ, ৪ নম্বর ওয়ার্ড থেকে রমজান আলী, ৫ নম্বর ওয়ার্ড থেকে ইলিয়াছ, ৬ নম্বর ওয়ার্ড থেকে ইফতি, ৭ নম্বর ওয়ার্ড থেকে সাদেক, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিম, ৯ নম্বর ওয়ার্ড থেকে আল-আমিন, তাদের বক্তব্যে উঠে আসে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা সমস্যা, ছাত্ররাজনীতির ভূমিকা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ভাবনা।

আবেগঘন মুহূর্ত:

অনুষ্ঠান চলাকালে উপস্থিত সদস্যদের মধ্যে সাজ্জাদের জন্মদিন উদযাপনের ঘোষণা আসে। তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে ২,০০০ টাকার প্রাইজবন্ড প্রদান করেন, লায়ন আসলাম চৌধুরী।
এছাড়াও সেমিনারে সময়ের আগেই উপস্থিত হওয়ার জন্য সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিনকেও সম্মাননা হিসেবে ২,০০০ টাকার প্রাইজবন্ড উপহার দেন লায়ন আসলাম চৌধুরী।

তরুণ নেতৃত্বের প্রতি আহ্বান:

অনুষ্ঠানটি ছাত্রদল কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। রাজনৈতিক সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা নিয়ে শক্তিশালী বার্তা পৌঁছে দেয় এই আয়োজন।

No comments found


News Card Generator