close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ছাত্রদল নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ কর্মী, ৪ জনকে আসামি করে থানায় জিডি ..

SepahiTv. News avatar   
SepahiTv. News
তিন ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরালকে কেন্দ্র করে  ছাত্রদল নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ কর্মীরা..

 

ডেক্স রিপোর্টঃ

বরগুনার বেতাগীতে তিন ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরালকে কেন্দ্র করে  ছাত্রদল নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় বেতাগী থানায় ৪জনকে আসামী করে জিডি করেছেন ছাত্রদল নেতা শফিকের ছোট ভাই শহিদুল ইসলাম। আসামীরা হলেন রিদয় খন্দকার (২৬), মো. সাইম উভয় পিতা. শাহ আলম খন্দকার, মো. রেদোয়ান মৃধা (২৬) পিতা. নুরু মৃধা ও মো. সাব্বির (২৫) পিতা. রফেজ মৃধা। 

 

অভিযোগ অনুযায়ী জানা যায়, সম্পতি বেতাগীতে তিন শিক্ষার্থীর ধুমপান করার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। মেয়েদের মানহানিকর পোস্টের বিরুদ্ধে ফেইসবুকে স্টাটাস দেয় ১নং বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক শফিক। পোস্টের কমেন্টে পাল্টা মন্তব্য করেন ছাত্রলীগ কর্মী রিদয়। এই মন্তব্যের জের ধরে দুজনের মধ্যে সৃষ্টি হয় দ্বদন্দ। ফলে , গত সোমবার ঈদের রাত সাড়ে আটটার দিকে বিবিচিনি ইউনিয়নের রানীপুর বাজারে শফিককে দেখতে পেয়ে রিদয়ের নেতৃত্বে বাকিরা হামলা চালায়। এতে শফিকের মাথা ফেটে যায় এবং বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাঈম নাকে আঘাত পেলে বেতাগী হাসপাতালে নিয়ে আসা হয়। 

গতকাল রাতে বেতাগী থানায় আহত ছাত্রদল নেতা শফিকের ছোট ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে জিডি করেন। 
 

 

Keine Kommentare gefunden


News Card Generator