close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ছাত্র-জনতার অংশগ্রহণে ‘শহীদি মার্চ’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস উপলক্ষে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি পালনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এসে জমায়েত হয়েছেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় শহীদি মার্চ। নীলক্ষেত-সায়েন্স ল্যাব-কলাবাগান-মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে) ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। এর আগে, বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সমন্বয়ক সারজিস আলম এই কর্মসূচির কথা জানান। এসময় ঢাকায় অবস্থানকারী সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বানও জানান তিনি।
Nenhum comentário encontrado