চারদিন ধরে ঘর বন্ধ, পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার ডাক্তার বাড়ি এলাকায় চারদিন ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে মোস্তাফিজুর রহমান নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মোস্তাফিজুর রহমান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার যোগাইপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ইকো টেক্সটাইলে চাকরি করতেন এবং ডাক্তার বাড়ি এলাকার জুয়েল মিয়ার ‘দুই ভাই ভিলা’র একটি কক্ষে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, চারদিন ধরে ঘরটি বন্ধ ছিল। বুধবার সকালে দুর্গন্ধ পাওয়া যায়। এরপর এলাকাবাসী পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানিয়েছেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Walang nakitang komento