close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চাঁদপুর  পুলিশের এসআই-এর চুরি যাওয়া  অস্ত্র ঢাকায় উদ্ধার।..

Abdul Kadir  avatar   
Abdul Kadir
৫ মে সকালে তিনি থানায় আসেন। একই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ খুলে দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।..

চাঁদপুর  পুলিশের এসআই-এর চুরি যাওয়া  অস্ত্র ঢাকায় উদ্ধার।



চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার  হয়েছে।

 

১৬‌মে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অস্ত্র চোর সুমন (৩৫) কে আটক করে। তার দেওয়া ত‌থ্যের ভি‌ক্তি‌তে অস্ত্র ও গ‌ু‌লি উদ্ধার করা হয়।

গত ৪ মে ২০২৫ খ্রিঃ দিবাকালীন ডিউটি শেষে রাতে ফরিদগঞ্জ থানা সংলগ্ন ভাড়া বাসায় ফেরেন। নিজ নামীয় সরকারি পিস্তল এবং গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে সকালে তিনি থানায় আসেন। একই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ খুলে দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।

 

এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা যৌথ অভিযান পরিচালনা করে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অস্ত্র চোর সুমন (৩৫) কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানা পুলিশের সহযোগিতায় বেতাগী থেকে অস্ত্র ক্রেতা রুবেল খানকে (৩৬) আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে যৌথ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা হতে উদ্ধার করা হয়। চাঁদপুর জেলা পু‌লি‌শের এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে অস্ত্র উদ্ধা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে আ‌রো জানা‌নো হয়।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

コメントがありません