close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চাঞ্চল্যকর বিতর্ক! সেন্টমার্টিন বিক্রি প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকের মুখোমুখি বাংলাদেশ প্রেস সচিব

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে! বাংলাদেশ নিয়ে তার বিভিন্ন আজগুবি মন্তব্য ও উত্তেজনাপূর্ণ উপস্থাপনার জন্য আলোচিত এই সাংবাদিক এবার
ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে! বাংলাদেশ নিয়ে তার বিভিন্ন আজগুবি মন্তব্য ও উত্তেজনাপূর্ণ উপস্থাপনার জন্য আলোচিত এই সাংবাদিক এবার মুখোমুখি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের। সোমবার (৩ জানুয়ারি) রাতে অনলাইনে একটি আলোচনায় সেন্টমার্টিন বিক্রি নিয়ে প্রশ্ন তুলেছেন ময়ূখ। এছাড়াও, ঢাকার হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস রাখা, শেখ হাসিনার ছবি ডাস্টবিনে ফেলার মতো স্পর্শকাতর বিষয়ও আলোচনায় আসে। তবে চমকপ্রদভাবে, বরাবরের মতো উচ্চস্বরে বিতর্কের বদলে এবার বেশ সংযত দেখা গেছে ময়ূখকে! 🔥 সেন্টমার্টিন বিক্রি কি সত্যি? প্রেস সচিবের স্পষ্ট জবাব ময়ূখ রঞ্জন ঘোষ সরাসরি জানতে চান, "সেন্টমার্টিন কি বিক্রি করে দেওয়া হয়েছে?" এ নিয়ে নানা গুজব ছড়ালেও প্রেস সচিব শফিকুল আলম সাফ জানিয়ে দেন— এটি সত্য নয়! পর্যটন নীতির কারণে আপাতত সেখানে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে তথ্য বিকৃত করছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 🔥 বিতর্কিত উপস্থাপনা ও ময়ূখের নতুন নাটকীয়তা ভারতীয় গণমাধ্যম "রিপাবলিক বাংলা" এর পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ। তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তার নাটকীয় উপস্থাপনার কারণে অনেকেই বিনোদিত হন। তার ভাষায়, "বাংলাদেশে আমি এতটাই গুরুত্বপূর্ণ যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কার্যালয়ে ৫ জন লোক শুধু আমার হাত নাড়ানো আর হাঁটার ধরন পর্যবেক্ষণ করেন!" এদিকে প্রেস সচিব পাল্টা বলেন, "ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। বিশেষ করে রিপাবলিক বাংলা অতিরঞ্জিত তথ্য ছড়ানোর শীর্ষে!" 🔥 বাংলাদেশ সফরের দাওয়াত ও খাবারের প্রতি ময়ূখের আগ্রহ! আলোচনার এক পর্যায়ে ময়ূখকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শফিকুল আলম। উত্তরে ময়ূখ রসিকতা করে বলেন, "আমি আসব, কাচ্চি খাব, পায়েস খাব, ফিন্নি খাব— আর খেতে খেতে ড. ইউনূসের ইন্টারভিউ নেব!" 🔥 আলোচনার শেষে কে জিতল? এই আলোচিত আলোচনাকে "ভারত-বাংলাদেশের ম্যাচ" হিসেবে অভিহিত করেন ময়ূখ। তবে শেষ পর্যন্ত কার যুক্তি বেশি গ্রহণযোগ্য হলো, তা পাঠকদের বিচার্য। 📢 আপনার মতামত কী? ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়ে আপনি কী ভাবছেন? মন্তব্যে জানান! 🔥
Tidak ada komentar yang ditemukan


News Card Generator