close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বৃষ্টিতে নাকাল কেরানীগঞ্জবাসী, রাস্তাজুড়ে পানি আর গর্ত

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
ভাওয়ারভিটি,দরিগাঁও, আওরাহাটি, রুহিতপুর, রাজাবাড়ি, আব্দুল্লাহপুর মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টি হলেই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।..

কেরানীগঞ্জে বৃষ্টি মানেই দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে যাচ্ছে পানি, আর সেই পানির নিচে লুকিয়ে থাকে বড় বড় গর্ত। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ।

ভাওয়ারভিটি,দরিগাঁও, আওরাহাটি, রুহিতপুর, রাজাবাড়ি, আব্দুল্লাহপুর মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টি হলেই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলতে পারে না, পথচারীরা পড়েন চরম দুর্ভোগে।

রাজাবাড়ি এলাকার বাসিন্দা নাজমুল হোসেন বলেন,

“রাস্তার গর্তে পানি জমে থাকে। বৃষ্টি নামলেই রিকশা বন্ধ হয়ে যায়। বাচ্চাদের স্কুলে পাঠানো অসম্ভব হয়ে যায়।”

রুহিতপুরের স্কুলশিক্ষিকা মাহমুদা খাতুন বলেন,“বৃষ্টির দিনে রাস্তায় চলা মানেই যুদ্ধ। একবার পড়ে গিয়ে হাতও মচকেছি। কোথাও কোনো উদ্যোগ চোখে পড়ে না।”

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উন্নয়নের প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে কিছুই দেখা যায় না।

উপজেলা প্রকৌশল অফিসের একজন কর্মকর্তা জানান,

“কয়েকটি এলাকা চিহ্নিত করে কাজের পরিকল্পনা হয়েছে। কিন্তু বাজেট ও অনুমোদনের সীমাবদ্ধতা রয়েছে।”

অনেকে মনে করেন, শুধু প্রশাসনের নয়, নাগরিকদের দায়ও আছে। রাস্তার পাশের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি বের হতে পারে না। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর বাস্তবায়ন না হলে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়।

কেরানীগঞ্জবাসীর প্রশ্ন—এই দুর্ভোগের কি কোনো শেষ নেই?

没有找到评论