close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বরিশালে শাপলা কাব অ্যাওয়ার্ড পেল গলাচিপার তিন কাব স্কাউট..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
বরিশালে বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল আয়োজিত শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে গলাচিপা উপজেলার হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়া..

গলাচিপা প্রতিনিধিঃ

বরিশালে অনুষ্ঠিত শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে গলাচিপা উপজেলার তিন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।

বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল-এর আয়োজনে বরিশাল আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা জীবনের সর্বোচ্চ স্কাউট সম্মাননা শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেন গলাচিপা উপজেলার হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপের তিন শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল-এর চেয়ারম্যান পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড পরিয়ে দেন এবং প্রধান উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত সনদ প্রদান করেন।
শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত কাব স্কাউটরা হলো—
আব্দুল্লাহ নাফি
মো. আসিফ
সৌম্য সরকার

এই সাফল্যে হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন।

কাব স্কাউটদের এমন অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

No comments found


News Card Generator