close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বৃদ্ধ রইস উদ্দিনের পাশে অপু বিশ্বাস, বহন করবেন ওমরাহর সম্পূর্ণ খরচ..

Zahidul Islam avatar   
Zahidul Islam
নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী কোরবানির হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন। ৫ জুন, গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করলেও, ক্রেতা তাকে জাল..

নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী কোরবানির হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন। ৫ জুন, গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করলেও, ক্রেতা তাকে জাল নোটের বান্ডেল দিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে হাটেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন তোলে।

ভিডিওটি দেখে অনেকেই এগিয়ে আসেন রইস উদ্দিনের সাহায্যে, যার মধ্যে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন’-এর মাধ্যমে রইস উদ্দিনের ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন মানুষ সহযোগিতা করেন এবং তিনি গরু বিক্রির টাকার সমপরিমাণ অনুদান পান।

এরপর জানা যায়, রইস উদ্দিনের দীর্ঘদিনের ইচ্ছা ওমরাহ পালন করা। এই খবর পেয়ে অপু বিশ্বাস সিদ্ধান্ত নেন তার ওমরাহ করার সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন। যদি রইস উদ্দিন ওমরাহ এখনই না করতে চান, তাহলে তার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়ার কথাও জানান অপু।

অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আমি যদি তার মেয়ে হতাম, এমনটিই করতাম। আমি চাই তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন, এতটুকুই।”

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator