জেলা প্রতিনিধি,বরগুনা।।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পর বেতাগীর পুঠিয়াখালী দক্ষিণ পাড় ছোট ঝোপখালী হাওলাদার বাড়ির সামনে বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস ও একটি মাহেন্দ্রার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়,মর্মান্তিক এই দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে পুঠিয়াখালী এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রাটির সঙ্গে তীব্র ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত তিনজন ও মৃত ব্যক্তিকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।



















