বরগুনায় বুড়িশ্বর নদীতে নৌবহর নিয়ে শোভাযাত্রা
বাংলাদেশ ও পৃথিবী ব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে বরগুনায় নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯নভেম্বর) সকাল ১০টায় বরগুনার লতাকাটা এলাকায় বুড়িশ্বর নদীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপারস বাংলাদেশ এর আয়োজনে এই নৌ-শোভাযাত্রায় লতাকাটা জেলে সমিতি এবং লতাকাটা একতা ক্লাব এবং বাইনসমের্ত জেলে সমিতি অংশগ্রহণ করে।
আয়োজনে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা'র সদস্য মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, ওয়ালি উল্লাহ আল আমিন, লতাকাটা জেলে সমিতির সভাপতি মিজানুর রহমান, লতাকাটা একতা ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রমূখ।



















