বরগুনায় মোটরসাইকেল চাপায় সেলুন ব্যবসায়ীর মৃত্যু

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় মোটরসাইকেল চাপায় সেলুন ব্যবসায়ীর মৃত্যু
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
বরগুনায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। সকাল সাড়ে ১২টায় শহরের টাউন হল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল চন্দ্র শীল (৫৫) পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসাইন জানান, শহরে টাউন হল সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্যামল। এ সময় বেপরোয়া একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার টাউনহল চত্বরেই সেলুনের দোকান রয়েছে। 
 
 
کوئی تبصرہ نہیں ملا


News Card Generator