এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ জানুয়ারি) বরগুনার বামনা উপজেলার বামনা ইউনিয়নের তুলাতলা বাজার সকাল সাড়ে ১০টায় এলাকার কালীকা বাড়ী গ্রামে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে চিহ্নিত দীর্ঘদিনের মাদক কারবারি সালমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা, দেশীয় অস্ত্র এবং ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বামনা থানা সূত্রে জানা যায়, আটককৃত সালমা বেগমের বিরুদ্ধে পূর্বেও মাদকসংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। ২০২৫ সালেও তাকে বিপুলপরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয়েছিল। গ্রেপ্তারের পর সালমা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে যৌথ বাহিনী তাদের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও নিয়মিত টহলকার্যক্রম অব্যাহত রাখবে।



















