close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার পথ ও প্রস্ততি শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে টেলিভিশন সাংবাদিকত..

 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (জেসিএমএস) উদ্যোগে “টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার পথ ও প্রস্ততি`` শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আজ ২২ এপ্রিল(মঙ্গলবার) বিকেল ৩টায়  আয়োজিত এ সেমিনারে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, প্রস্তুতির কৌশল এবং চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মো. এহসানুল করিম চৌধুরী এবং মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ । 

জেসিএমএস বিভাগের  কো-অর্ডিনেটর শাতিল সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি সেমিনারে উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘‘ সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকতা ও যোগাযোগের শিক্ষার্থীদের অবশ্যই বাস্তব জগতের সাংবাদিকতা  ও যোগাযোগ জগতের সাথে পরিচিত হতে হবে।‘‘ এজন্য তিনি একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন।

সেমিনারে মূল আলোচনায় যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মোঃ এহসানুল করিম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই পেশায় সফল হতে হলে ধৈর্য্য ও আত্মউন্নয়ন অত্যন্ত জরুরি। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে উন্নত করার মানসিকতা একজন সাংবাদিককে এগিয়ে নিয়ে যায়।‘‘  

মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ বলেন, “বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ হলো বিজ্ঞাপনদাতাদের চাপের বাইরে থেকে নীতিগত সাংবাদিকতা করা। একজন পেশাদার মিডিয়া কর্মীকে ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হলে অনেক সময় ঝুঁকি ও চাপ মোকাবিলা করতে হয়। তবে সততা ও বস্তুনিষ্ঠতা ধরে রাখার বিকল্প নেই।‘‘ 

টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এই সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগের শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন। 

সেমিনারে উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, এ ধরনের সেশন শিক্ষার্থীদের ক্লাসরুমে শিক্ষার পাশাপাশি পেশাগত অনুপ্রেরণা এবং বাস্তব জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator