close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রিয়েল-লাইফ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ সেমিনার অনুষ্ঠিত..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রিয়েল-লাইফ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব এ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট শীর্ষক এক বিশেষ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।..

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের উদ্যোগে রিয়েল-লাইফ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব এ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট শীর্ষক এক বিশেষ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গড়ে ওঠার নানা অভিজ্ঞতা তুলে ধরতে প্রস্তুত ছিলেন বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর ও শিক্ষকবৃন্দ।

সেমিনারটির সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ.এইচ.এম. রহমতউল্লাহ ইমন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ব্যতিক্রমী দুটি ফুটবল দল গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, পূর্বে বাছাইকৃত ২৫ জন শিক্ষার্থীকে দুটি ফুটবল দল গঠনের নির্দেশ দেন। শিক্ষার্থীরা মাত্র ১০ মিনিটের মধ্যে ১জন রেফারি ও ২জন সহকারি রেফারিসহ দুটি ফুটবল দল গঠন করেন। দল গঠনের পারদর্শীতা, পর্যালোচনা করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়। সেমিনারের সভাপতি ও ক্যারিয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ.এইচ.এম. রহমতউল্লাহ ইমন সকলকে ধন্যবাদ দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান অতিথি হাফিজুর রহমান খান অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, 'তাঁর ছাত্রজীবনের সংগ্রামের দিন, ক্যারিয়ারে সফল হওয়ার পেছনের গল্প এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, শুরুটা সহজ ছিল না। অধ্যবসায়, সততা এবং ধৈর্য্য আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। বিশ্ববিদ্যালয় জীবন শেষে চাকরি বা উদ্যোক্তা হবার পথ কখনোই মসৃণ থাকে না। তবে প্রতিটি চ্যালেঞ্জই শেখার সুযোগ করে দেয়।' তিনি ক্যারিয়ারের চ্যালেঞ্জ যেমন-প্রথম চাকরি পাওয়ার কৌশল, স্কিল ডেভেলপমেন্ট, ব্যর্থতা মোকাবিলা ও নেটওয়ার্কিং-এর উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন। পরবর্তিতে শিক্ষার্থীরা প্রধান বক্তার কাছে ক্যারিয়ার চ্যালেঞ্জ, কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির কৌশল ইত্যাদি বিষয় জানতে চান।

Ingen kommentarer fundet


News Card Generator