close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিখোঁজ, মানববন্ধনে গভীর উদ্বেগ..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী যুথি ইসলাম জুঁই নিখোঁজ হয়েছেন এবং মানববন্ধনে গভীর উদ্বেগ প্রকাশ পাচ্ছে বিশ্ববিদ্যালয়।..

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের নিখোঁজ শিক্ষার্থী যুথি ইসলাম জুঁই এর সন্ধান পেতে মানববন্ধন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

সোমবার (৫ মে) সকাল ১১ টায় যুথির খোঁজে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপদে ফিরে আসার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে যুথির খোঁজে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন যুথির নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলে, যে কেউ যুথির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুর ১:০০টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা অন্তর্গত মোজাম্মেলের মোড় এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর ফিরে আসেন নি। পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক কলহের কারণে অভিমানের বসে তিনি নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হওয়ার পরদিন (২৩ এপ্রিল) যুথির পরিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগাযোগ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগীয় শিক্ষকবৃন্দ তাকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। ২ সপ্তাহ শেষে হতে চললেও কোনো সন্ধান মেলেনি যুথি ইসলাম জুঁই-এর ।

Walang nakitang komento