ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গিয়াস উদ্দিন (৩০) নামক এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। । সে কায়েমপুর ইউনিয়নের দীঘীরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে প্রেস ব্রিফিংয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০৫ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেফাতার করেছি ও তাকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে