তারিখ: ৫ জুলাই ২০২৫ সময়: রাত ১০টা | অবস্থান: রাজবাধঁ, কৈয়া বাজার, হরিনটানা, খুলনা]
বর্ষার জলাবদ্ধতায় আশ্রয় খুঁজে মাছের ঘেরের ভেড়িতে উঠে আসে এক বিষধর কেউটে সাপ। শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় এক ঘের মালিক মাছ দেখতে গিয়ে আচমকাই সাপটি দেখতে পান।
ঘটনাটি ঘটেছে কৈয়া বাজারের রাজবাধঁ এলাকার একটি বেসরকারি মাছের ঘেরে। প্রত্যক্ষদর্শী ঘের মালিক জানান, “রাতের বৃষ্টির পর ঘের ঘুরে দেখতে গিয়েই হঠাৎ দেখি গামছার মতো কিছুর নিচে কিছুর নড়াচড়া, পরে ভালো করে তাকিয়ে দেখি সেটা একটি বড় আকারের কেউটে সাপ!”
ভীত হলেও তাৎক্ষণিকভাবে তিনি সাহসিকতা দেখিয়ে আশেপাশের কয়েকজন স্থানীয়কে ডাকেন। পরে একত্রে সবাই মিলে লাঠিসোঁটা দিয়ে দীর্ঘ প্রায় ২০ মিনিট চেষ্টার পর সাপটিকে মেরে ফেলতে সক্ষম হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্ষার সময় জলাবদ্ধতার কারণে এমন সাপ প্রায়ই ঘেরে আশ্রয় নেয়। কিন্তু কেউটে সাপ যেহেতু অত্যন্ত বিষধর, তাই এই ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি সূত্র জানায়, “বর্ষায় এমন ঘটনা বিরল নয়। তবে কেউটে সাপ খুবই বিপজ্জনক। তাই কেউ সাপ দেখলে নিজে ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন কিংবা বন বিভাগকে জানানোই উত্তম।”
এ ঘটনায় কেউ আহত না হলেও এলাকাবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়ে।
📝 প্রতিবেদক: সুমন সরদার
📡 সংবাদ সংস্থা: iNewsBD