বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা: প্রকৌশলীদের বিরুদ্ধে গণপূর্ত অধিদপ্তরে চাঞ্চল্য। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল হত্যার অভিযোগে সুমন হাওলাদার নামে এক ভোক্তভোগী রামপুরা থানায় মামলা করেছেন। তারা হলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল। হত্যার অভিযোগে সুমন হাওলাদার নামে এক ভোক্তভোগী রামপুরা থানায় মামলা করেন ঐ ৩ প্রকৌশলী হয়ে আরো কয়েকজনের বিরুদ্ধে। উক্ত মামলা নাম্বার ১১৮-এ নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানীকে ১১৪ নম্বর, কাজী মাশফিক আহমেদ ১১৫ ও মোর্শেদ ইকবালকে ১১৬ আসামি করা হয়। এই বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান বলেন, ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে সুমন হাওলাদার নামে এক ব্যক্তি মামলা করেছেন। আমরা শীঘ্রই উক্ত মামলার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। জানা যায়, বিগত দিনে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল যোগসাজস করে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন। ওয়ালটন কোম্পানির লিফট একচেটিয়া পিডব্লিউডি সিডিউলে ঢুকানোর জন্য ভাবে টাকার বিনিময়ে বিপুল ঘুষ নিয়েছেন। তাছাড়া সে কোম্পানির খরচে বিদেশও প্রমোদ ভ্রমণ করেছেন। গণপূর্ত সংশ্লিষ্টরা বলছেন, উল্লিখিত তিন কর্মকর্তা বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে অধিদপ্তর হবে প্রশ্নবিদ্ধ। এই বিষয়ে জানতে ওই তিন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা তিন জনই সাংবাদিকদের সাথে কথা বলতে ইচ্ছুক নই বলে জানিয়ে দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা: প্রকৌশলীদের বিরুদ্ধে গণপূর্ত অধিদপ্তরে চাঞ্চল্য..
没有找到评论



















