ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ন্যায় ইসসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বোদা উপজেলার ঝলইশালশীরী ইউনিয়নে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সংগঠক জনাব শিশির আসাদ।
শিশির আসাদ বলেন, ফ্যাসিবাদী রেজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে। আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।
আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷
সভায় উপস্থিত ছিলেন মাসুম রানা ও হাবিবুর রহমান সহ অনেকেই।