স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটর সাইকেলসহ ৩জন যুবককে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরমেশ্বরপুর বিওপি'র টহল দল।
বিজিবির ৪২ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৮ জুন রাত ৮টার দিকে বোচাগঞ্জের সীমান্ত পিলার ৩৩২/৩-এস থেকে প্রায় ১ কিলোমিটার দুরত্বে পাঁচপাড়া নামক স্হানে একটি মোটর সাইকেল আটক করে পরমেশ্বরপুর বিওপি'র টহল দল। এসময় আরোহিদের তল্লাসী করে নেশার কাজে ব্যবহৃত ৩০ পিস ভারতী ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি দামী মোটর সাইকেল ৩টি মোবাইল ফোনসহ মাদক বহনকারি ৩জন যুবককে আটক করেছে তারা।
আটক ৩ যুবক হলো বিরলের নিজামপুরের হোসেন আলীর ছেলে এলিন রানা (২২), একই গ্রামের সোলাইমান আলীর ছেলে রিমন বাবু (২০) এবং লাভলু হকের ছেলে রিমন হোসেন (২১)।
উদ্ধার সামগ্রীসহ আটক ৩ যুবকক বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চোরাচালন বিরোধী অভিযানের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সীমান্ত অপরাধ সমূহ হ্রাসসহ দমন করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তবাসিদের কাছে তথ্য সহায়তা চাইছেন তারা।
###