close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বোচাগঞ্জে বিএনপি প্রার্থী পিনাক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার — যুবদলের সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিএনপির প্রার্থী পিনাক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।

 

১৭ নভেম্বর, সোমবার রাতে উপজেলা দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হাসান গাফফারি বাবলা।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রার্থী পিনাক চৌধুরীর জনপ্রিয়তাকে নস্যাৎ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বারবার মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক। তিনি দাবি করেন, “যুবদল মাঠে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কারো বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার নয়, বরং অন্যায় অপপ্রচারেরই প্রতিবাদ জানাতে আমরা এখানে এক হয়েছি।”

 

সংবাদ সম্মেলনে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator