close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ ফরিদ আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা ফরিদ আহম্মেদের বিরুদ্ধে কলেজ পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন। বক্তারা অভিযোগ করেন, বরখাস্তের পরও তিনি বারবার নোটিশ সত্ত্বেও আবাসিক বাসা ছাড়েননি এবং কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কলেজে ফেরার ষড়যন্ত্র করছেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ফরিদ আহম্মেদের সহযোগিতায় যারা তাকে সমর্থন দিচ্ছেন, তাদেরও সমালোচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে কলেজ গভর্নিং বডির সদস্যরা খন্দকার নাসিরুল ইসলামের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। বক্তারা জানান, প্রিন্সিপাল যদি দ্রুত কলেজের বাসা না ছাড়েন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং প্রয়োজনে হার্ডলাইনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন – মজিবুর রহমান বাবু, কলেজ গভর্নিং বডির সদস্য মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, মিনাজুর রহমান লিপন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মিয়া।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator