ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি বলেন, চিকিৎসাসেবায় সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার রোগীর সেবাকে প্রাধান্য দিয়ে কাজ করবে এই আশা রাখি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য মোঃ ফরিদুল হুদা, মাওঃ মোঃ শহিদুল ইসলাম, হাঃ মাওঃ বিলাল হোসাইন, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ হোসাইন আহমাদ, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী,
মারকাজুত্ব তাক্বওয়া বাংলাদেশ এর পরিচালক মুফতি তৈয়বুর রহমান, বোয়ালমারী পৌরসভা জামায়াতের আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান, বোয়ালমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ কামাল হোসেন, পৌর সেক্রেটারি হাঃ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলী প্রমুখ।