close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে ইউএনও তানভীর হাসান চৌধুরীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত..

Md. Imran Molla avatar   
Md. Imran Molla
মো. ইমরান মোল্যা, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর বিদায়ী সংবর্ধনা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকরা ইউএনওর প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

 

সভায় ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কাজ, বাজেট বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন। তিনি জানান, বোয়ালমারী শিশু পার্ককে নিজের তৃতীয় সন্তানের মতো করে গড়ে তুলেছেন, যা স্থানীয় শিশুদের বিনোদন ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষা ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং পৌর এলাকার আলোকায়নেও কাজ করেছেন। 

 

শান্তিপ্রিয় বোয়ালমারী ও এখানকার মানুষের প্রতি গর্ব প্রকাশ করে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নেতিবাচক সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা জরুরি, যাতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয়।

 

প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী বলেন, ইউএনও তানভীর হাসান সাংবাদিকদের আপন করে নিয়েছেন এবং সততার সঙ্গে এমপি, উপজেলা ও পৌরসভার বরাদ্দ বাস্তবায়নে কাজ করেছেন। 

 

সহসভাপতি কাজী আমিনুল ইসলাম জানান, কৃষিজমি রক্ষায় মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা ছিল ইউএনওর উল্লেখযোগ্য ভূমিকা। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ বলেন, অনেক ক্ষেত্রে কোনো অনুরোধ ছাড়াই ইউএনও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছেন, যা তাঁর দক্ষতার পরিচায়ক।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান ইসলাম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি লিয়াকত হোসেন লিটন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সুমন খান, প্রচার সম্পাদক এম মনিরুজ্জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, ঢাকা টাইমস প্রতিনিধি আমির চারু বাবলুসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

לא נמצאו הערות


News Card Generator