close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Md. Imran Molla avatar   
Md. Imran Molla
মোহাম্মাদ ইমরান, জেলা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. কামরুল ইসলাম নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ মে) দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা-মালিখালি মাঠে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। অভিযানে দেখা যায়, কামরুল ইসলাম এক্সকাভেটর মেশিনের মাধ্যমে ফসলি জমি থেকে অনুমোদন ছাড়া মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, অনুমোদনবিহীনভাবে মাটি কাটার অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে অবিলম্বে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল জানান, “ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করা কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator