ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জনাব আলমগীর কবির ও আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে, রোকনুজ্জামান মিয়া বকুলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক এজিএস, জিএস, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সম্মেলন কমিটির সদস্য রোকনুজ্জামান মিয়া (বকুল)। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শেখ আনিসুরজামান তপু, পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি মো. সালাউদ্দিন মোল্যা, যুবদল নেতা জং হাবীব, মুন্না রহমান, ছাত্রদল নেতা আমিনুর রহমান, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিহাব শেখ, সাধারণ সম্পাদক সম্রাট প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির দীর্ঘদিনের সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আন্দোলন করে এসেছে। বক্তারা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।