close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার (১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আব্দুল আলিম বিশ্বাসের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, গুনবহা গ্রামের মো. আকাশ শেখের নেতৃত্বে অন্তত ১০/১৫ জনের একটি দল এ হামলা চালায়।

ভুক্তভোগী আব্দুল আলিম বিশ্বাস জানান, কিছুদিন আগে তার নাতি ইমরান বিশ্বাসকে মারধর করে আকাশ শেখ ও হানিফ শেখ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করায় প্রতিশোধমূলকভাবে তার বাড়িতে হামলা চালানো হয়।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র—রামদা, হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি—নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা টিনের বেড়া ও চাল কুপিয়ে ভেঙে ফেলে এবং ঘরের ভিতরের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। একপর্যায়ে তারা ঘরে থাকা একটি সোনার চেইন (৮ আনা), এক জোড়া সোনার দুল এবং নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ইমরানের নাম ধরে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে আকাশ শেখ (২৫), হানিফ শেখ (২৯), জনি শেখ (২৮), আশরাফ শেখ (২৫), বাবুল শেখ (৩০) এবং গোলাম নবীর (২৪) নাম উঠে এসেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Zahidul Islam
Zahidul Islam 4 Monate vor
সন্ত্রাস রুখে দিতে হবে
0 0 Antworten
Zeig mehr


News Card Generator