close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে দুর্নীতি ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে দুর্নীতি এবং অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (২৮ মে) বেলা ১১টায় বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী গ্রাহকদের ভাষ্যমতে, অফিস কর্তৃপক্ষ নানা অনিয়মের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে। তারা অভিযোগ করেন, মিটারের ভুল রিডিং, অস্বাভাবিক ইউনিট বৃদ্ধি এবং পূর্বের বকেয়া না থাকা সত্ত্বেও বিল বৃদ্ধি করা হয়েছে।

ছোলনা গ্রামের মো. ওসমান গণি বলেন, “আমার মিটারের এডভান্স রিডিং এনে অতিরিক্ত বিল করা হয়েছে। মনে হচ্ছে তাদের কুরবানি ও বোনাসের জন্য আমাদের থেকে অতিরিক্ত বিল হাতিয়ে নিচ্ছে।”

শিরগ্রাম গ্রামের জুই আক্তার জানান, “আমরা বাড়িতে নিয়মিত থাকি না। গত মাসে ২০ ইউনিট বিল আসলেও এবার তা বেড়ে ৬৫ ইউনিট হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

অপরদিকে কামারহিলা গ্রামের কামরুল ইসলাম অভিযোগ করেন, “বিগত মাসগুলোতে আমার বিল আসত ৫০০ থেকে ৬০০ টাকা। অথচ গত দুই মাসে ৪ হাজার টাকা বিল এসেছে। এটা চরম অন্যায়।”

বিক্ষোভ চলাকালে গ্রাহকরা নানা স্লোগান ও প্রতিবাদ জানান এবং সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোচ্চার হন।

এ বিষয়ে বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে ফরিদপুরে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছি। অতিরিক্ত বিলের বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান করা হবে।”

বিক্ষুব্ধ গ্রাহকরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং সুষ্ঠু সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator