close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাসার সামনেই ভয়াবহ হামলা, ব্যবসায়ী গুরুতর আহত

 রাজধানীর বনশ্রীতে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী মো: আনোয়ার (৪৩)। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। ছিনতাইকারীরা আনোয়ারের কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, তিনটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে আনোয়ারকে ঘিরে ধরে। তার ওপর গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। আনোয়ারের শরীরে চারটি গুলি লেগেছে এবং ছুরির আঘাতের চিহ্নও রয়েছে।

আহতের অবস্থা আশঙ্কাজনক:
রাত ১২টার দিকে আহত আনোয়ারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

তদন্ত চলছে:
পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি তবে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

No comments found


News Card Generator