বন্দরে ডিবি পুলিশ ও তিতাস কর্মকর্তা পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরের পাতাকাটা, দাসেরগা, ধামগড় এলাকা থেকে ডিবি পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোক পরিচয়ে গ্রাহক কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চ
নারায়ণগঞ্জের বন্দরের পাতাকাটা, দাসেরগা, ধামগড় এলাকা থেকে ডিবি পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোক পরিচয়ে গ্রাহক কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার এ ঘটনা ঘটে। প্রতারক চক্রের হোতা নাজমুল হাসান নিজেকে ডিবি পুলিশের লোক হিসেবে পরিচয় দেয় বলে ভুক্তভোগীরা জানান। এলাকাবাসী জানান, বুধবার সকাল থেকে নাজমুল হাসান ওরফে হাসানের নেতৃত্বে একদল প্রতারক ধামগড় ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজেদের ডিবি পুলিশ ও তিতাসের লোক পরিচয় দিয়ে বাড়ি বাড়ি যায়। বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ আছে বলে নানা ভয় ভীতি দেখিয়ে কারো কাছে ২০ হাজার আবার কারো কাছে ৫০ হাজার টাকা দাবি করে। আবাসিক খাতে অবৈধ গ্যাস ব্যবহারকারিরা ভয়ে ১০/ ১৫ হাজার টাকা প্রতারক চক্রের হাতে তুলে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন’র কবল থেকে রেহাই পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার ওসি তরিকুল ইসলামকে অবহিত করলে তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি তাদের জানা নেই। এ ব্যাপারে তিতাস গ্যাসের ম্যানেজার মোঃ আজম বলেন, আজ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কোন অভিযান পরিচালনা করা হয়নি। তিতাসের কোন লোকও আজ বন্দরে যায়নি। ওটা একটা প্রতারক চক্র। তাদের আটকে পুলিশে দেওয়ার কথা বলেন তিনি।
Aucun commentaire trouvé


News Card Generator