বনানীর ২২ নম্বর বস্তিতে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, দুঃসংবাদ এড়ানো গেলো

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানী ঢাকার বনানীর ২২ নম্বর বস্তিতে আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত ঘটে ভোর সাড়ে ৫টার দিকে বনানী ২২ নম্বর সড়কের কে ব্
রাজধানী ঢাকার বনানীর ২২ নম্বর বস্তিতে আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত ঘটে ভোর সাড়ে ৫টার দিকে বনানী ২২ নম্বর সড়কের কে ব্লকে। সংবাদ পেয়ে, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথম ইউনিট ৫টা ৪১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আসতে শুরু করে। বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ইউনিটগুলো একযোগে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এর পরেও কিছু সময় ধরে পুরোপুরি আগুন নিভানোর কাজ চলে। সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের একযোগ কাজের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় বনানী এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন, কারণ আগুনের কারণে এলাকার ভেতরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সকলের প্রচেষ্টায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেলো।
Aucun commentaire trouvé