বুধবার (২ জুলাই) বিকেলে গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দুয়া-আটপাড়া আসনের মনোনয়নপ্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী।
ড. হিলালী বলেন, "দীর্ঘ ১৭ বছর ধরে মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করেছি। বৃদ্ধ বাবাকে নিয়ে জেল কেটেছি। নেত্রকোনার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলার আসামি আমি। দুর্দিনে আপনাদের পাশে ছিলাম, এবার আপনারা আমার পাশে থাকবেন—এটাই প্রত্যাশা।"
ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিছ আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, কেন্দুয়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মসলিন উদ্দিন আহমেদ, খসরু আহমেদ, পৌর বিএনপি নেতা, মোয়াজ্জেম হোসেন, জসিম উদ্দিন খোকন, ইউনিয়ন বিএনপি নেতা আলী আজগর তালুকদার মল্লিক প্রমুখ।
কর্মী সমাবেশ হলেও এতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে তা জনসমাবেশে রূপ নেয়।